প্রধানমন্ত্রী‌কে অস্ট্রিয়ার চ্যান্সেলরের টে‌লিফোন

ইবাংলা ডেস্ক

অস্ট্রিয়া-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‌টে‌লি‌ফোন ক‌রে‌ছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার।

Islami Bank

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বি‌কেল ৪টায় ফোন ক‌রেন তি‌নি। এসময় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রায় ১০ মিনিট কথা হয়।

প্রথমদিকে ১.৫ মিলিয়ন করোনা ভ্যাকসিন উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

কার্ল নেহাম্মার এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরও ভ্যাকসিন লাগে তা তারা দিতে প্রস্তুত রয়েছে।

one pherma

চ্যান্সেলর বলেন, ‘অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক, বাংলাদেশের সঙ্গে আমরা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে আহ্বান জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী।

এসময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

ইবাংলা/ এইচ/ ৪ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us