সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা।ডিআরইউ’র আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, আমরা আগেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি, তাতে কোনো কাজ হয়নি। স্মারকলিপি আবারও দেব। তিনি বলেন, আমরা সুনিশ্চিত এক দিন এই বিচার পাব। আমরা হতাশ হতে চাই না, আমরা চাই বাংলাদেশ সরকার তার নাগরিকের অধিকার নিশ্চিত করবে।
ডিআরইউয়ের সাবেক সভাপতি রাজু আহমেদ বলেন, প্রতিবছর এক দিনের কর্মসূচি দিয়ে সাগর-রুনি হত্যার বিচার আদায় করা সম্ভব না। এ জন্য দরকার সারাদেশে জোরদার আন্দোলন।
হত্যাকারীদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ জানিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। অথচ এখনও হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। আদালত যদি এ বিচারের দিকে সুদৃষ্টি দেয় তবে সারাদেশের মানুষের প্রত্যাশার বিচার দ্রুত শেষ হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলাম খান তপু বলেন, ১০ বছর পার হয়ে গেছে অথচ আজও আমরা সেই বিচার পাইনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ৮৫ বার। হয়তো কয়েকদিন পরে সেটি ১০০ পার হয়ে যাবে। সেটি না করে দ্রুত আমরা বিচার চাই।
সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ইবাংলা/ নাঈম/ ১১ ফেব্রুয়ারি, ২০২২