সুনির্দিষ্ট তথ্য ছাড়া মহাসড়কে পশুবাহী যান না থামানোর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা :

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রতি বেশকিছু নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ।

Islami Bank

করোনাকালীন সরকারি বিধিনিষেধ শিথিলকালে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়ক ও সড়কে হাইওয়ে, জেলা পুলিশ এবং নৌপথে নৌ পুলিশ‌কে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এছাড়া সুনির্দিষ্ট তথ্য ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী যানবাহন না থামানোর নির্দেশনা দেন ড. বেনজীর আহমেদ।

বুধবার (১৪ জুলাই) বিকেলে ঈদুল আজহাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের (এসপি) এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশ দেন।

one pherma

সড়ক ও নৌপথে পশুবাহী ট্রাক বা লঞ্চে নির্দিষ্ট হাটের নাম উল্লেখ করে ব্যানার টানানো এবং এক হাটের পশুবাহী গাড়ি অন্য হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান পুলিশপ্রধান। মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট বসানোরও অনুরোধ জানান আইজিপি।

ই-বাংলা/ আইএফ/ ১৪ জুলাই, ২০২১

Contact Us