বাংলাদেশ সফরে আসা ৮ আফগান ক্রিকেটারের করোনা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের ৮ ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া দলের সাপোর্ট স্টাফের ৩ সদস্য ও এক ক্রিকেটারের স্ত্রীও করোনা পজিটিভ হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিসিবির একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত শনিবার ঢাকা পৌঁছায় আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। এরপর রবিবার ২৩ সদস্যের বহর যায় সিলেটে। সেদিনই করোনা পরীক্ষা করা হয় আফগানদের।

Islami Bank

সোমবার (১৪ ফেব্রুয়ারি) জানা যায়, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে বেশ কয়েকজন আফগান করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার খবর এলো, সফরে থাকা ৮ ক্রিকেটারসহ ৩ সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তাদের প্রত্যেকে আইসোলেশনে আছেন।

one pherma

তবে করোনা নেগেটিভ আসা দলের বাকি সদস্যরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন। বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। মার্চে হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

ইবাংলা/ নাঈম/ ১৫ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us