বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের ৮ ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া দলের সাপোর্ট স্টাফের ৩ সদস্য ও এক ক্রিকেটারের স্ত্রীও করোনা পজিটিভ হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিসিবির একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত শনিবার ঢাকা পৌঁছায় আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। এরপর রবিবার ২৩ সদস্যের বহর যায় সিলেটে। সেদিনই করোনা পরীক্ষা করা হয় আফগানদের।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) জানা যায়, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে বেশ কয়েকজন আফগান করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার খবর এলো, সফরে থাকা ৮ ক্রিকেটারসহ ৩ সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তাদের প্রত্যেকে আইসোলেশনে আছেন।
তবে করোনা নেগেটিভ আসা দলের বাকি সদস্যরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন। বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। মার্চে হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।
ইবাংলা/ নাঈম/ ১৫ ফেব্রুয়ারি, ২০২২