আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

গোলাম কিবরিয়া বরগুনা

বরগুনার আমতলীতে চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে আমতলী থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানা সূত্রে জানা যায়, উপজেলার পুর্ব কেওয়াবুনিয়া গ্রামের জহির গাজীর বাড়ীতে চোর চক্রর সদস্যরা সোমবার গভীর রাতে চুরির প্রস্তুতি নেয়। চোর দল জহির গাজীর বিল্ডিংএর ছাদে উঠে ভিতরে প্রবেশ করতে কাটার দিয়ে দরজা কাটছিল। এ সময় বাড়ীর মালিক টের পেয়ে তিনি মোবাইল ফোনে গ্রামবাসীকে ডেকে তুলেন এবং পুলিশে খবর দেয় এমন দাবী জহির গাজীর।

পুলিশ ও স্থানীয় জনতা মিলে চোর চক্রের তিন সদস্য সাইফুল ইসলাম, জুয়েল ও রুবেলকে আটক করে। তাদের সাথে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।এ সময় চোর সদস্যদের ব্যবহৃত পিকআপ গাড়ী, কাটার, হ্যান্ডেল, প্লাস ও কেরশিন তৈল জব্দ করা হয়।

আটককৃত সাইফুলের বাড়ী বরগুনা জেলার বেতাগী উপজেলার বাসন্ডা গ্রামে। তার বাবার নাম মোঃ শহীদ হাওলাদার। জুয়েলের বাড়ী পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর গ্রামে। তার বাবার নাম আমজেদ ভুইয়া এবং রুবেলের বাড়ী কলাপাড়া উপজেলার ফুলতলা গ্রামে। তার বাবার নাম কালু আকন।

বাড়ীর মালিক মোঃ জহির গাজী বলেন, চোর চক্র আমার ঘরে প্রবেশ করতে ব্লিডিংএর ছাদে উঠে কাটার দিয়ে দরজা কাটতেছিল। টের পেয়ে আমি মোবাইল ফোনে গ্রামবাসী এবং পুলিশে খবর দেই। পুলিশ ও গ্রামবাসী মিলে তিনজনকে আটক করে।

আমতলী থানার এসআই শুভ বাড়ৈ বলেন, চোর চক্রের ব্যবহৃত পিকআপ গাড়ী, একটি কাটার, প্লাস, দুইটি হ্যান্ডেল ও এক লিটার ক্রশিন তৈল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, তিন জনের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ইবাংলা/ ই/ ১৫ ফেব্রুয়ারি,২০২২

Contact Us