মেট্রোরেলের মালামাল মোংলায় পৌঁছেছে

মোংলা প্রতিনিধি

মেট্রোরেলের আট বগি ও চার ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে এমভি হরিজন-৯ নামক একটি বানিজ্যিক জাহাজ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী জাহাজটি নোঙর করে।

Islami Bank

এর আগে গত ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে মেট্ররেলের ওইসব মালামাল নিয়ে ছেড়ে আসে জাহাজটি। বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। জাহাজটিতে ইঞ্জিন বগির সঙ্গে ৪৪ প্যাকেজের আরও ৪৮৮ মেট্রিক টনের সরঞ্জাম এসেছে।

হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ পর্যন্ত আটটি জাহাজে মেট্রোরেলের মোট ৬৮টি বগি মোংলা বন্দরে এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৮২ বগি আসবে। এর আগে সাতটি জাহাজে করে ৫৬টি বগি এই বন্দরে আসে। সেসব বগি সংযোজন করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে মেট্রোরেল।

one pherma

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মেট্রোরেলের এসব বগি ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় বন্দরের সক্ষমতার প্রমাণ মিলেছে।

ইবাংলা/ ই/ ১৫ ফেব্রুয়ারি,২০২২

Contact Us