নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা চলছে

সরকার দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরে একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে যাত্রীদের জন্য এয়ার লাউঞ্জ-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশে কিছু পণ্যের ওপর এর প্রভাব পড়ছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রাক সেলে বিক্রয় অব্যাহত রেখেছে। আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবির মাধ্যমে দেশের এক কোটি তালিকাভুক্ত মানুষকে সাশ্রয়ীমূল্যে খাদ্যসামগ্রী প্রদার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

টিপু মুনশি বলেন, দেশের উত্তরাঞ্চল একসময় অবহেলিত ও দরিদ্র এলাকা নামে পরিচিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের ফলে এ এলাকার মানুষের জীবনমানের পরিবর্তন এসেছে। ব্যবসা-বাণিজ্যে উন্নতি হচ্ছে। দেশের উত্তরাঞ্চল এখন ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এক সময় সৈয়দপুর বিমানবন্দরে কোনো বিমান আসত না, যাত্রী ছিল না। আজ সে বিমানবন্দরে দিনে ১৬টি ফ্লাইট যাতায়াত করছে। এ চাহিদা দিনদিন বাড়ছে। সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীদের উন্নত সেবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যাত্রীরা এখন একটি উন্নত পরিবেশ সময় কাটাতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নীলফামারীর এমপি আহসান আদেলুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল, নীলফামারী জেলার পুলিশ সুপার মো. মোখলেসুর রহমানসহ অনেকে।

ইবাংলা/ এইচ/ ১৮ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us