চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় চিরকুট লিখে আত্মহত্যা করেছেন দুই সন্তানের জননী রুমানা আক্তার (২৬) নামের এক গৃহবধূ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানীয়া ঘোনা এলাকায় এই দুই সন্তানের জননীর এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

রুমানা ওই এলাকার হাফেজ শফিকুর রহমানের স্ত্রী। তার ৯ বছর বয়সী এক ছেলে ও ৭ বছর বয়সী এক কন্যা রয়েছে।

রুমানার হাতের লেখা চিরকুটটি হুবহু তুলে ধরা হলো- ‘আমার দুটি সন্তানকে সবাই দেখে রাখবেন। এই পরিবারে আমার সন্তানদের কেউ রাখবেন না। সবার কাছে অনুরোধ। বাঁচার খুব ইচ্ছা ছিল। কিন্ত আর বেঁচে থাকা সম্ভব হলো না। শুধু আমার শাশুড়ির কারণে। মানসিকভাবে অনেক অত্যাচারিত মেয়ে আমি। আর পারছি না। আর পারছি না। আর পারছি না। কবরই আমার জন্য শ্রেষ্ঠ। আল্লাহ হাফেজ।’

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটের লেখা রুমানার কিনা খতিয়ে দেখা হচ্ছে।

চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা/ জেএন/ ২৬ফেব্রুয়ারি, ২০২২

Contact Us