৩ হাজার ৫০০ রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার হামলার তৃতীয় দিন আজ। ইতোমধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে রাজধানী কিয়েভের রাস্তায়। এরইমধ্যে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ক্ষয়ক্ষতির একটি হিসাব প্রকাশ করেছে।

Islami Bank

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তারা দাবি করেছে, আক্রমণ চালাতে এসে তিন হাজার পাঁচ শতাধিক রুশ সেনা নিহত হয়েছে এবং অন্তত ২০০ জন আটক হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী আরো দাবি করেছে, রাশিয়া এখন পর্যন্ত ১৪টি বিমান, আটটি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক হারিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এমনকি রাশিয়াও এখন পর্যন্ত কোনো হতাহতের কথা স্বীকার করেনি। রুশ বাহিনী শনিবার শহরে প্রবেশ করার পাশাপাশি ইউক্রেনের রাজধানী কিয়েভ বারবার বিস্ফোরণে কেঁপে উঠেছে।

কিয়েভের মহাসড়কে লড়াই শুরু হওয়ারও খবর বেরিয়েছে। এমন পরিস্থিতিতেও ন্যাটো জোটের উপস্থিতি ইউক্রেনে দেখা যায়নি। ইউক্রেন পশ্চিমের সাহায্যের আকুল আবেদন জানালেও এখনো সেভাবে সাড়া মেলেনি।

one pherma

উল্লেখ্য, রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকেই ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা।

দেশটি একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বৃষ্টির মতো। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জনগণকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর চেষ্টা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইবাংলা/নাঈম/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us