পোল্যান্ড ও রোমানিয়ায় ২০০ বাংলাদেশির আশ্রয়

ইবাংলা ডেস্ক

ইউক্রেন থেকে প্রায় ২০০ বাংলাদেশি নাগরিক পােল্যান্ড ও রােমানিয়ায় প্রবেশ করেছে। এ বিষয়ে শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাে. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

Islami Bank

বাংলাদেশি নাগরিকদের ইউক্রেনের সীমান্তবর্তী পােল্যান্ড, রােমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলদোভায় যেতে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমরা এ পর্যন্ত প্রায় ৭০০ জন ইউক্রেনে বসবাসকারি বাংলাদেশি নাগরিকের সঙ্গে যােগাযােগ করছি।’

ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের একটি দল পােল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে পােল্যান্ডে প্রবেশে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের সহায়তা করতে কাজ করছে।

one pherma

এর আগে, ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশিদের প্রতিবেশী ইউরােপীয় দেশগুলােতে দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে যােগাযােগ করতে আহ্বান করে বাংলাদেশ। তাছাড়া পােল্যান্ড ও রােমানিয়া বাংলাদেশিদের অস্থায়ী আশ্রয় দিতে এগিয়ে এসেছে।

শনিবার জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে এপি জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পােল্যান্ড ও অন্যান্য প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে।

ইবাংলা/এইচ/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us