রাশিয়ার সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন হামলার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিনের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে।

Islami Bank

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ক্রেমলিন ডটআরইউ হ্যাকড করে ডাউন করে দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, এছাড়াও রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে।

এদিকে ইউক্রেনে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৫০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সিএনএনকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন।

সিএনএন কর্মকর্তা বলেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই স্বল্প-পাল্লার। হামলা অব্যাহত রয়েছে। তারা ইউক্রেনের বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাগুলোতে অহরহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

one pherma

তবে, এসব স্থাপনায় ইচ্ছাকৃত হামলা হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এ মার্কিন কর্মকর্তা আরও বলেন, এ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই যে বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের কোনো শহর দখল করেছে বলে এমন কোন আভাস পাওয়া যায়নি। তিনি বলেন, ইউক্রেনে বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু ইন্টারনেট সেবা স্বাভাবিক আছে।

ইবাংলা/ ই/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us