মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশন নিয়ে নতুন সিদ্ধান্ত

রেজিস্ট্রেশন নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নবম শ্রেণিতে পড়া (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন জন্য আবারও সুযোগ দিয়েছে। করোনা মহামারি বিবেচনায় ফের এই সুযোগ দেওয়া হলো। আগামী ১৩ থেকে ১৬ মার্চের মধ্যে অনলাইনে (বিলম্ব ফি ছাড়া সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) রেজিস্ট্রেশন করতে পারবে শিক্ষার্থীরা।

Islami Bank

আজ মঙ্গলবার (৮ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ২০২০ সালে নবম শ্রেণিতে (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম এরই মধ্যে শেষ হলেও করোনা মহামারি বিবেচনায় বাদপড়া ও বিভিন্ন বোর্ড পরিবর্তনের (ছাড়পত্র) মাধ্যমে আগত শিক্ষার্থীরা আগামী ১৩ থেকে ১৬ মার্চের মধ্যে অনলাইনে (বিলম্ব ফি ছাড়া সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) রেজিস্ট্রেশন করতে পারবে। বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা।

one pherma

১৬ মার্চের পর থেকে আর কোনও বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হবে না জানিয়ে অফিস আদেশে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্য রেজিস্ট্রেশন করা না হলে এর দায়-দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

ইবাংলা/জেএন/৮মার্চ২০২২

Contact Us