পাকিস্তানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধী দলের নেতারা। পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বিলি সচিবালয়ে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিএমএল-এন এ প্রস্তাব পেশ করেন। বিরোধী দল পিএমএল-এনের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেবের উদ্ধৃতি দিয়ে দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে।
লিখিত এ প্রস্তাব পেশকারি সেই দলে রয়েছেন- বিরোধী দলীয় নেতা রানা সানাউল্লাহ, আইয়াজ সাদিক, সাজিয়া মারি ও মরিয়ম আওরঙ্গজেবের মতো আইনপ্রণেতারা। মরিয়ম আওরঙ্গজেব জানান, ন্যাশনাল অ্যাসেম্বিলির স্পিকার আসাদ কায়সারের অনুপস্থিতির কারণে অনাস্থা প্রস্তাবের নথি সচিবালয়ে পেশ করা হয়েছে।
ইবাংলা/ টিপি/ ৯ মার্চ, ২০২২