দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রামে সাকিব

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানকে পাওয়া না পাওয়া নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। এই টক অব দ্য ক্রিকেট এর মাঝেই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন সিদ্ধান্ত। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেয়া হয়েছে সাকিবকে। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না সাকিবের।

Islami Bank

আরও পড়ুন : সাকিব ইস্যুতে গরম বিসিবি

বুধবার (৯ মার্চ) মিরপুরে মিডিয়াকে এ কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি জালাল ইউনুস। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নন বলে জানিয়েছিলেন সাকিব।

one pherma

এই অলরাউন্ডারের এমন মন্তব্যের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সাকিবকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য দুইদিনের সময় বেঁধে দিয়েছিল বিসিবি। এরই মধ্যে বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন তিনি।

ইবাংলা/ এশো/ ৯ মার্চ, ২০২২

Contact Us