একই রশিতে স্বামী ও স্ত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার

গোলাম কিবরিয়া, বরগুনা

বরগুনা জেলার বেতাগীর মোকামিয়ার জোয়ার করুনা গ্রাম থেকে স্বামী ও স্ত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘরের দরজা খোলা ছিলেন। স্বামীর নাম আসলাম (২৩) ও স্ত্রী নাম তামান্না আক্তার (১৯)। শনিবার সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছ পুলিশ।

Islami Bank

স্থানীয়রা জানায়, এক বছর আগে বাড়ির পাশের হিরু হাওলাদারের মেয়ে তামান্নাকে ভালোবেসে বিয়ে করেন আসলাম। আসলামের বাবা ঢাকায় রডের মিলে কাজ করেন। আসলাম তার মা ও স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন। শনিবার সকালে প্রতিবেশীরা তাদের সাড়া শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে দেখেন দোতালায় আসলাম ও তামান্নার ঝুলন্ত মরদেহ। তারা পরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিহত আসলাম জোয়ার করুনা এলাকার মনির হোসের ছেলে ও স্ত্রী তামান্না আক্তার ওই এলাকার হিরু হাওলাদারের মেয়ে। নিহত তামান্নার মা জেসমিন আক্তার বলেন, এক বছর আগে আমার মেয়ে প্রেম করে আসলামকে বিয়ে করে। মেয়ে জামাই ও তার পরিবারের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই।

one pherma

বেতাগী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থলে এসে বাড়ির দোতলা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। রহস্য উন্মোচনে সিআইডি টিম তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে স্বামী ও স্ত্রী দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরাতল রিপোর্ট হাতে পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা/ টিপি/ ১২ মার্চ, ২০২২

Contact Us