করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১১১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২৩৩ জন। শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। নতুন শনাক্তের ৭১ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা।
রোববার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ইবাংলা/ এশো/ ১৩ মার্চ, ২০২২