বাংলাদেশে তেল সরবরাহে কোন বাধা নেই

ইবাংলা ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধাবস্থা এবং বর্তমান পরিস্থিতিতেও জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে সবধরণের ব্যবস্থা নেবে সৌদি আরব। এছাড়া বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

রাজধানীতে বাংলাদেশ-সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সংলাপে একথা জানান তিনি। বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সংলাপ শুরু হয়। চলে সাড়ে ১১টা পর্যন্ত।

সংলাপে প্রাধান্য পায় বিনিয়োগ, জনশক্তি রপ্তানিসহ যৌথ সহযোগিতা। এ সময় কোঅপারেশন অব ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

এছাড়া কাস্টমস ম্যানেজমেন্ট নামে একটি চুক্তি সই হয়েছে। পরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সাথে নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে সহযোগিতার ক্ষেত্র আরো বৃদ্ধি করতে চায় সৌদি আরব।

অনুষ্ঠানে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, খাদ্য নিরাপত্তা, ইকোনোমিক জোনে সৌদি আরব বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। এর আগে, দুই দিনের সংক্ষিপ্ত সফরে গতকাল ঢাকায় পৌঁছান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহাদ আল সৌদ।

ইবাংলা/ জেএন/ ১৬ মার্চ, ২০২২

Contact Us