করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে

ইবাংলা ডেস্ক

করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য সব দেশেই ৬০ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের বাংলাদেশে সে তুলনায় কমই বেড়েছে। তবে যেসব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে সেগুলো যাতে মানুষ কম মূল্যে পণ্য কিনতে পারে তার জন্য টিসিবির ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

Islami Bank

তথ্যমন্ত্রী আরও বলেন মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় ‘গণমাধ্যমের হাতেখড়ি’ বইয়ের মোড়ক উম্মোচনের পর তিনি এসব কথা বলেন।
যেসব অসাধু ব্যবসায়ীদের কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। দ্রব্যমূল্য যাতে বৃদ্ধি পায় তার জন্য ভেতরে ভেতরে অসাধু ব্যবসায়ীদের বিএনপি তাল দিচ্ছে।

 তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন বিএনপি নেতারা এখন নানা কথা বলছে। অথচ তাদের নেতা তারেক জিয়া ও খালেদা জিয়া মিলে বিদেশে টাকা পাচার করতো। তাদের মুখে এসব কথা মানায় না। তাদের সময়ে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই অবস্থা থেকে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বহির্বিশ্বের সবাই দেশের প্রশংসা করছে। । তাই তারা এমন করে।

one pherma

বইমেলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই বই মেলা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। এই বইমেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানবার আগ্রহ হোক, তরুণরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুক, তবেই হবে বইমেলার সফলতা।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপিসহ যুবলীগের নেতারা।

ইবাংলা/জেএন/১৫মার্চ২০২২

Contact Us