হিড ইন্টারন্যাশনাল স্কুলের আগুন নিয়ন্ত্রণে

ইবাংলা ডেস্ক

রাজধানীর মিরপুর-১১ নম্বরের হিড ইন্টারন্যাশনাল নামে একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Islami Bank

সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে মিরপুর-১১ নম্বরের হিড ইন্টারন্যাশনাল নামে একটি স্কুলের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন লাগার আধঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

one pherma

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ইবাংলা / জেএন / ২১মার্চ২০২২

Contact Us