১৩৩ আরোহী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

চীনের দক্ষিণাঞ্চলে ১৩৩ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ মার্চ) দেশটির ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং সেভেন-থ্রি-সেভেন বিমানটি কুনমিং থেকে গুয়াংঝৌতে যাচ্ছিল।

Islami Bank

চীনা গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসি বলছে, উড়োজাহাজটি কুনমিং থেকে স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে গুয়াংঝু শহরের উদ্দেশে রওনা হয়েছিল।

one pherma

এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। চীনা গণমাধ্যম বলছে, একটি পাহাড়ি অঞ্চলে এ দুর্ঘটনার পরে জঙ্গলে আগুন লেগে যায়। পাহাড়ের উপর বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

ইবাংলা/ জেএন/ ২১ মার্চ, ২০২২

Contact Us