মিডিয়া কাপে মধুপুর-ধনবাড়ি প্রেসক্লাবের জয়লাভ

হাবিবুর রহমানঃ

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে গোপালপুর – ভূঞাপুর প্রেসক্লাবকে ৮ উইকেটে হারিয়ে মধুপুর – ধনবাড়ি প্রেসক্লাব জয় লাভ করেছে।

Islami Bank

সোমকার (২১ মার্চ) বিকেলে মধুপুর রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু ।

উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান।

one pherma

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,সাংগঠনিক সম্পাদক সন্তোষ দত্ত,মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আঃ আজিজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক এস এম শহীদ প্রমুখ।

ইবাংলা/ জেএন/ ২২ মার্চ, ২০২২

Contact Us