তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা অভিযোগে বিএনপি নেতাদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হওয়া উচিত।
মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিএনপির নেতারা যেভাবে অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে তা সমসাময়িক বিশ্বে কোথাও ঘটেনি।
বিশ্বের অনেক দেশেই জাতিগত সংঘাত হয়েছে, সেখানে হয়তো এমন ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা, ঘুমন্ত ট্রাক ড্রাইভারকে হত্যা করা এবং স্কুলগামী শিশুর ওপর বোমা নিক্ষেপ করে হত্যা করা পৃথিবীর কোথা ঘটেনি।
অথচ, বিএনপি এ দেশে এমন ঘটনা ঘটিয়েছে। তাদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। হাছান মাহমুদ বলেন, বিএনপি চায় তাদের এমন একটি কমিশন বা ব্যবস্থা দরকার যেটি আগে থেকেই নিশ্চয়তা দেবে বিএনপিকে ক্ষমতায় বসানো হবে। সে ধরনের নিশ্চয়তা পেলে তারা সমাধান খুঁজে পাবে।
নির্বাচন কমিশন যে সুশীল সমাজসহ সবার সঙ্গে বসছে, এটি অত্যন্ত ইতিবাচক। সেখানে কেউ যেতে পারে আবার নাও যেতে পারে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার। তাদের উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই।
তথ্যমন্ত্রী বলেন, আমরা অবশ্যই চাই, সবার অংশগ্রহণের মাধ্যমে দেশে একটি অর্থবহ সুন্দর নির্বাচন হোক। বিএনপিসহ সব দল সেখানে অংশগ্রহণ করুক। তবে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের নিজস্ব দলের বিষয়। বিএনপিকে আসলে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। এ জন্য নির্বাচন নিয়ে সব সময় তারা নেতিবাচক কথা বলে আসছে।
ইবাংলা/জেএন/২২মার্চ ২০২২