কিস্তি পরিশোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

ইবাংলা ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামে নিজবাড়ির পেছন থেকে মো. হাসান (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

Islami Bank

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান একটি এনজিও থেকে সুদে টাকা নিয়েছিলেন। ঋণের টাকায় ভ্যানে করে দোকানে-দোকানে মাল বিক্রি করতেন তিনি। চলতি বছরের শুরুতে তৈরি করেন সেমি-পাকা ঘর। আগের দিন স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরে আসেন শ্বশুরবাড়িও। ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে আর ফেরেননি তিনি। সকালে বাড়ির পেছনে পুকুরপাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ। ভোর ৬টার দিকে বাড়ির লোকেরা পেছনের পুকুরপাড়ে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।

পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। বিগত দুই বছর ঋণে জর্জরিত ছিলেন তিনি। তবে ঋণের কিস্তি পরিশোধের জন্য এনজিও কর্মীদের চাপাচাপির কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবার ও স্থানীয়রা জানায়।

one pherma

আরও বলেন, এক ছেলে (৭) ও এক মেয়ে (২) সন্তানের পিতা মো. হাসান পার্শ্ববর্তী পৌরসভার মহাদেবপুর গ্রামে বিয়ে করেন।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ আরটিভি নিউজকে বলেন, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবাংলা/জেএন/২২মার্চ ২০২২

Contact Us