বোলারদের দাপটে চাপে দক্ষিণ আফ্রিকা

ইবাংলা ডেস্ক

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়তে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে টাইগার বোলারদের দাপটে বিপদে আছে প্রোটিয়ানরা।

প্রোটিয়ান ইনিংসের ২০ ওভার না হতেই স্বাগতিকদের অর্ধেক ব্যাটারকেই প্যাভিলিয়নে ফিরিয়েছে টাইগার বোলাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে।

সেঞ্চুরিয়ানে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ান অধিনায়ক টেম্বা বাভুমা। আগে ব্যাট করতে নেমে প্রোটিয়ান দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি কক উড়ন্ত সূচনা এনে দেয় দলকে। ৬ ওভারে রান তোলে ফেলে ৪০।

এরপরে মেহেদী মিরাজ ডি কককে ফেরালে রানের গতি কিছুটা কমে স্বাগতিকদের। ১২ রান করে ডি কক ফিরলেও একপ্রান্তে আক্রমণাত্মক খেলতে থাকে মালান।

অপরপ্রান্তে তিনে নামা কাইল ভেরেইনকে তাসকিন ফেরালে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ওপেনার মালান ও চারে নামা অধিনায়ক টেম্বা বাভুমা সাবধানী ক্রিকেট খেলতে থাকেন। বাংলাদেশী বোলাররাও চাপে ফেলে এই দুই ব্যাটারকে।

বোলারদের চাপে শেষ পর্যন্ত ধরা দেন মালান ও বাভুমা। ওপেনার মালানকে ব্যক্তিগত ৩৯ রানে মুশফিকের ক্যাচে পরিণত করেন তাসকিন। পরের ওভারে সাকিবের বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়ে ফেরেন ২ রান করা বাভুমা।

এর দুই ওভার পরে ব্যাট হাতে ইনফর্ম ডুসেনকে ফেরান দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আসা শরিফুল। ওভার দ্য উইকেট থেকে এই বাঁহাতি পেসারের লাফিয়ে ওঠা বলে ক্যাচ দিয়ে ফেরেন ৪ রান করা ডুসেন।

প্রোটিয়ানদের পক্ষে এই মুহূর্তে মাঠে আছেন ডোয়াইন প্রিটোরিয়াস ও ডেভিড মিলার।

বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত তাসকিন ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন। এছাড়াও মিরাজ ১৮ রানে, শরিফুল ২৩ এবং সাকিব ১৫ রান দিয়ে নিয়েছেন ১টি করে উইকেট।

ইবাংলা/ জেএন/ ২৩ মার্চ, ২০২২

Contact Us