কোটি বাঙালির তীর্থস্হানে পরিণত হয়েছে টুঙ্গিপাড়া

টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ) প্রতিনিধি

মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি টুঙ্গিপাড়া আজ কোটি বাঙালির তীর্থস্হানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া শুধু কোনো স্হান বিশেষ নয়, এটি বাঙালির আবেগ অনুভূতির নাম। এটি বাঙালির অস্তিত্বের সাথে মিশে আছে। এটি আজ কোটি বাঙালির প্রাণের তীর্থ ভূমিতে পরিনত হয়েছে। এখানেই জন্মগ্রহণ করেছিলেন বাংলা ও বাঙালির পরম আরাধ্য পুরুষ স্বাধীনতার অমর কাব্যের কবি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

যার মাধ্যমে বাঙালি পৃথিবীতে প্রথম তার রাষ্ট্র পেয়েছে, আত্মপরিচয় পেয়েছে। টুঙ্গিপাড়ার এই পবিত্র ভূমিতেই ঘুমিয়ে আছেন বাঙালির মুক্তির দিশারী আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জাহিদ আহসান রাসেন বলেন, যতবার আমরা এই পবিত্র ভূমিতে আসি ততবারই হৃদয়ে রক্তক্ষরণ হয়। যে মানুষটি তার সারাটি জীবন উৎসর্গ করলো দুঃখী বাঙালির মুখে হাসি ফোটানোর জন্য সেই মানুষটিকে কতিপয় দুর্বৃত্ত কি নির্মম ভাবে সপরিবারে হত্যা করলো।

প্রতিমন্ত্রী শনিবার (২৬ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি” প্রতিপাদ্য শীর্ষক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন খান নিখিলের সন্ঞালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি ও প্রখ্যাত ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।

আলোচনা সভার আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও প্রতিমন্ত্রী গোপালগন্জ শহীদ শেখ কামাল স্টেডিয়ামের প্রস্তাবিত ডরমিটরি ভবনের স্হান পরিদর্শন করেন এবং শেখ জামাল যুব প্রশিক্ষন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

ইবাংলা/ ই/ ২৬ মার্চ, ২০২২

Contact Us