মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর বাঙালিদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে দিয়ে ৫২তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস সারাদেশে পালন করা হচ্ছে নানা কর্মসূচিতে।
শনিবার (২৬ মার্চ) সকাল ৮টায় সারাদেশে একযোগে গাওয়া হয় জাতীয় সংগীত। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শন করা হয়। আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো সংবাদ থেকে
কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে ৩১ বার তোপধ্বনি, ফুলের শ্রদ্ধাঞ্জলি,কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।
শনিবার (২৬মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালিয়াকৈর উপজেলা প্রশাসন গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে শহীদ বেদীতে প্রথমে উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা কাজী তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ শ্রদ্ধাঞ্জলি জানান।
ময়মনসিংহ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুলে ফুলে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
শনিবার (২৬ মার্চ) সকাল ৬টা ১ মিনিটে পাট গুদাম কেন্দ্রীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাজশাহী : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। এ সময় নগরীর শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে হৃদয়ের গভীর থেকে বিনম্র শ্রদ্ধা জানানো হয় মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের প্রতি।
গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বাধীনতা দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা শ্রদ্ধা জানান।
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।
শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
ফরিদপুর : নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার স্মৃতিস্তম্ভে ফরিদপুর- ৩ আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দার রাজ্জাক।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
কুমিল্লা : যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় শ্রদ্ধা জানান, স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি আনজুম সুলতানা সিমা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও রাজনৈতিক সংগঠনগুলো।
লক্ষ্মীপুর : যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুস্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মেহেরপুর : মেহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
নাটোর : নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হচ্ছে। ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা শুরু হয়। তথ্য সূত্র : আরটিভি অনলাইন
ইবাংলা/ ই/ ২৬ মার্চ, ২০২২