দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন

ডেস্ক রিপোর্ট

আসন্ন পবিত্র মাহে রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণে সরকার উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Islami Bank

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে ১৭ সদস্যের এই প্যানেল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (২৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ টাস্কফোর্স গঠনের কথা জানানো হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করাসহ ১৭ সদস্যের এই প্যানেল দেশীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কৃষি, খাদ্য, শিল্প ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবরা এই টাস্কফোর্সের সদস্য।

one pherma

এছাড়াও, টাস্কফোর্সে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশন, বাংলাদেশ কম্পিটিশন কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের প্রধান, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও আছেন।

এই প্যানেলের সদস্য করা হয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিকেও। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্যানেলটি মূল পণ্যের উৎপাদন, পরিশোধন এবং আমদানি থেকে শুরু করে পুরো সরবরাহ ব্যবস্থা অনুসরণ করবে। এটি মাসে অন্তত একবার বৈঠকে বসবে।

ইবাংলা/ জেএন/ ২৮ মার্চ, ২০২২

Contact Us