মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় আওয়ামী লীগ নেতার ওপরে হামলা

গোলাম কিবরিয়া, বরগুনা

বরগুনার তালতলীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্যর বড় ভাই রেজাউল করিম বাবুল পাটোয়ারীকে একই বংশের কতিপয় ২০/২৫ জনের একদল দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে মাথা ফাটিয়ে এবং দুই হাত ভেঙে দিয়েছে।

Islami Bank

রোবরার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে সন্ত্রাসীদের পরিকল্পিত এ হামলায় করেন। এতে আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়। রোববার বিকেল সাড়ে চারটার দিকে তার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় , তালতলীর পচাকোড়ালিয়ার একই এলাকার দুষ্কৃতিকারী ও মাদক ব্যবসায়ী জয়নাল পাটোয়ারীকে অসামাজিক কাজে বাধা প্রদান করায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জয়নাল পাটোয়ারীর নেতৃত্বে সন্ত্রাসী বশির পাটোয়ারী, নাসির পাটোয়ারী, শহিদ পাটোয়ারী, আব্বাস গাজী, সোহেল পাটোয়ারীসহ ২০ থেকে ২৫ জনের একদল সন্ত্রাসী আওয়ামী লীগ নেতার উপর এ হামলা চালিয়েছে।

one pherma

এসময় স্থানীয়রা গুরতর আহত অবস্থায় আওয়ামী লীগ এ নেতাকে আমতলী হাসপাতালে আনলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা/ জেএন/ ২৮ মার্চ, ২০২২

Contact Us