ইবিতে শুরু হলো তিন দিনব্যাপী বই মেলা

ইবি প্রতিনিধি:

মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী বই মেলা ও ক্লাব ফেস্টিভ্যাল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এর আয়োজন আয়োজন করে। অনুষ্ঠানে স্পন্সর করছেন এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড। মঙ্গলবার (২৯ মার্চ) বেলা১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঐক্যমঞ্চের আহবায়ক আখতার হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এছাড়া বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান ও অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঐক্যমঞ্চের প্রতিষ্ঠাকালীন সদস্য রুমি নোমান।

অনুষ্ঠানে অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ বলেন, ঐক্যমঞ্চের এই আয়োজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবালোকত্ত্বের প্রতীক। বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ঐক্য একটি যুগান্তকারী পদক্ষেপ।

উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে আমরা কতটা মানুষ হতে পারলাম আর কতটা জ্ঞানী হতে পারলাম। বই পড়ার মাধ্যমে আমাদের বিবেকের দুয়ার খুলে যায়।প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের ২৩ টি সংগঠনের ঐক্যবদ্ধ এ বই মেলার আয়োজন একটি চমৎকার উদ্যোগ। আমি আশা করি ঐক্যমঞ্চ আমাদেরকে এরকম আরো আয়োজন উপহার দিবে।

আয়োজকেরা জানান, প্রতিদিনই সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত বইমেলা চলবে। একইসাথে তিনদিনই বিকেল সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় থিয়েটার ও আবৃত্তি আবৃত্তি’র কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে। তিনদিন ব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যালে থাকছে মোট ২৫টি স্টল। এর মধ্যে ২২টি স্টল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ও বাকি তিন স্টলে মিডিয়া কর্নার, স্পন্সরের প্রদর্শনী স্টল, ঐক্যমঞ্চের হেল্প ডেস্ক।

বইমেলার শেষদিন বৃহস্পতিবারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াও এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাদ্দেছ হানিফ। একইদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা শেষ হবে।

ঐক্যমঞ্চের আহ্বায়ক আখতার হোসেন আজাদ বলেন, স্বল্প সময়ের এই আয়োজনে আমাদের ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। এছাড়া আমাদের আয়োজনে সহযোগীতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ইবাংলা/ জেএন /৩০মার্চ, ২২

Contact Us