আফগানদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, ঢাকার ‘না’

ই-বাংলা আন্তর্জাতিক ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, মার্কিন মিত্র কিছু আফগানিস্তানের নাগরিককে বাংলাদেশে সাময়িক সময়ের জন্য আশ্রয় দিতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। তবে ঢাকা ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশের পক্ষে একজন লোককেও আশ্রয় দেওয়া সম্ভব নয়। সোমবার (১৬ আগস্ট) রাতে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

Islami Bank

আব্দুল মোমেন বলেন, প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্র এ সময় জানায় তারা বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে।

তবে আমরা জানতে চেয়েছিলাম কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। কত আফগান নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

one pherma

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যা আছে। নতুন করে কোনও দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোনও সুযোগ না থাকায় আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ করে দিয়েছি।

এদিকে, কূটনৈতিক বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের মতো একটা দেশে ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অবস্মিরণীয় এক সাহসীকতার পরিচয় দিয়েছে। এর মধ্যে আবর যদি আফগানদের আশ্রয় দেওয়া কথা ভাবে বা কারো চাপে নত হতে হয়, তাহলে তা হবে বাংলাদেশের আত্মঘাতীমূলক সিদ্ধান্ত।

ই-বংলা.প্রেস/ আইএফ/ ১৬ আগস্ট, ২০২১

Contact Us