উজানের ঢলে বেড়েই চলছে যমুনা নদীর পানি, বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি :

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০১ সেন্টিমিটার ও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) যমুনা নদীর তীরবর্তী এলাকায় সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়। বন্যার আশঙ্কায় নদীর তীরে বসবাসরত অনেকেই আশ্রয় নিচ্ছে উচু এলাকায়।

জানা গেছে, পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও প্রতিদিনই যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এতে পানি বন্দী হয়ে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ ই-বাংলাকে জানান, সোমবার (১৬ আগস্ট) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) ওমর ফারুক ই-বাংলাকে জানান, সোমবার (১৬ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

উল্লেখ্য, আগামী কয়েকদিন পানি বৃদ্ধি পেলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

ই-বাংলা.প্রেস/ আইএফ/ ১৭ আগস্ট,২০২১

Contact Us