ড্রয়ের জন্য আবহাওয়ার দিকে তাকাবে বাংলাদেশ

বিনোদন ডেস্ক

ডারবান টেস্টে মাহমুদুল হাসান জয়ের মহাকাব্যিক ইনিংসের পরও ব্যাকফুটে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬৯ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা। তৃতীয় দিন শেষে যা দাঁড়িয়েছে ৭৫ রানে।

চতুর্থ দিন সকালে বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার দ্রুত উইকেট তুলতে না পারে। স্বাগতিকরা যদি উইকেট না হারিয়ে ৮০-৯০ রান করে ফেলে তবে বাংলাদেশ ম্যাচ থেকে বেশি পিছিয়ে যাবে। সেক্ষেত্রে ম্যাচের ফলাফল ড্রয়ের জন্য আবহাওয়ার দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। এমনটাই জানিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

তৃতীয় দিনের খেলা শেষে টাইগারদের ব্যাটিং কোচ বলেন, ‘ওরা যদি প্রথম সেশনে ৮০-৯০ রান করে ফেলে তাহলে আমরা বেশ পেছনে পড়ে যাব। তখন ম্যাচ বাঁচানোর জন্য আবহাওয়ার দিকে তাকাব। আলোকস্বল্পতার কারণে কিছু ওভার কম হয়েছে ইতোমধ্যে। আজও (তৃতীয় দিন) সাড়ে তিনটার দিকে খেলা বন্ধ হয়ে গেছে।’

সিডন্স আরও যোগ করেন, ‘প্রথম সেশনে ৩-৪ উইকেট তুলে নিতে পারলে আমরা ম্যাচে ফিরে আসব। বেশি আক্রমণাত্মক হতে গেলে তারা দ্রুত রান করবে, এতে ম্যাচ আমাদের আরও দূরে চলে যেতে পারে। আমরা একটু ব্যাকফুটে আছি, তাই বেশি রান দেওয়ার সুযোগ নেই। আমার মনে হচ্ছিল, এটা ২৮০-৩০০ রানের উইকেট। যে ৬০ রান বেশি দিয়েছি, সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। যার মানে হল প্রথম সেশনে কিছু উইকেট লাগবে।’

এই মাঠে চতুর্থ সেশনে ২৫০ রান তাড়া করাও খুব কঠিন হবে জানিয়ে ব্যাটিং কোচ সিডন্স আরও বলেন, ‘২৫০ রান তাড়া করা খুব কঠিন হবে। এটা হবে কঠিন এক পরীক্ষা, কারণ উইকেটে এরই মধ্যে টার্ন মিলতে শুরু করেছে। আমরা দেখেছি আজ (তৃতীয় দিন) শান্ত বল টার্ন করিয়েছে, যদিও সে আমাদের সেরা স্পিনারের একজন নয়।

ইবাংলা / জেএন /৩ এপ্রিল,২০২২

Contact Us