ভিসা মুক্ত সফর ফের চালু ইন্দোনেশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়া সরকার আসিয়ানের (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট আসিয়ান নেশনস) সদস্য দেশগুলোর নাগরিকদের জন্য ভিসা মুক্ত সফর নীতি ফের চালু করেছে। মঙ্গলবার আইন ও মানবাধিকার মন্ত্রণালয় এ কথা জানায়। খবর সিনহুয়ার।ইমিগ্রেশন ট্রাফিকের পরিচালক আরমান আরিস বলেন ।এই নতুন নীতি গ্রহণের ফলে আসিয়ানের অন্য নয়টি দেশের নাগরিকরা ভিসা মুক্ত সফরের সুযোগ পাবেন।

Islami Bank

দক্ষিণপূর্ব এশিয়ার এসব দেশ থেকে আসা মানুষের কেবলমাত্র কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের এবং দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে করা নেগেটিভ পিসিআর টেস্টের প্রমাণপত্র দেখাতে হবে। এছাড়া তাদেরকে পেদুলিলিন্দুঙ্গি টেস্ট ও তাদের মোবাইল ফোনে ট্র্যাক অ্যাপ ব্যবহার করতে হবে।তারা তাদের শারিরীক তাপমাত্রা পরীক্ষার ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তাদের পিসিআর টেস্টের কোন প্রয়োজন নেই। ইয়োগইয়াকার্তা, মাকাসার, মাদান ও পাকানবারুতে আন্তর্জাতিক বিমানবন্দর ফের খুলে দেয়া হয়েছে।

one pherma

ইবাংলা /জেএন /৬ এপ্রিল,২০২২

Contact Us