চোরাচালানে জড়িত ক্রুসহ জাহাজ আটক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিপ্লবী গার্ড পারস্য উপসাগরে জ্বালানি তেল চোরাচালানের সঙ্গে জড়িত ১১ ক্রু’সহ একটি বিদেশী জাহাজ আটক করেছে। শনিবার এক সিনিয়র বিচারিক কর্মকর্তা গহরমানি এ কথা জানান।

দক্ষিণ হরমোজান প্রদেশের বিচার প্রধান মোজতবা গহরমানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘নৌবাহিনী জ্বালানি তেল বহনকারী একটি বিদেশী জাহাজ পারস্য উপসাগরের জলসীমায় আটক করেছে।’

জাহাজটির ২ লাখ ২০ হাজার লিটার তেল জব্দ এবং ১১ বিদেশী ক্রুকে তদন্তের জন্য আটক করা হয়েছে। গহরমানি কখন আটক করা হয়েছে এবং জাহাজ ও নাবিক কোন দেশের তা স্পস্ট করে জানাননি।

ইরানের গার্ড বাহিনী চোরাই ২০ হাজার লিটার বহনকারী একটি ইরানী জাহাজও আটক করেছে। এই জাহাজ বিদেশী জাহাজে তেল সরবরাহ করে। এই জাহাজের ৩ জন ক্রুকেও আটক করা হয়েছে।

ইবাংলা / জেএন /৯ এপ্রিল,২০২২

Contact Us