রবীন্দ্র পুরস্কার পেলেন ড. আতিউর রহমান

ডেস্ক রিপোর্ট

বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২১ পেয়েছেন রবীন্দ্র-গবেষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক আতিউর রহমান।একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই পুরষ্কার প্রদান করা হয়।

Islami Bank

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সেলিনা হোসেন বলেন,বাংলাদেশে রবীন্দ্রচর্চার বিভিন্ন ধারার মধ্যে রবীন্দ্রনাথের আর্থসামাজিক দিক নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ।

আতিউর রহমান এই ধারার একজন পথিকৃৎ গবেষক। তার কিছু গ্রন্থে মানববাদী রবীন্দ্রনাথের তৃণমূললগ্নতা এবং পূর্ববঙ্গে আতিউর দরিদ্রবান্ধব পদক্ষেপের পরিচয় অনুসন্ধানী দৃষ্টিতে উপস্থাপন করেছেন।

one pherma

উল্লেখ্য,রবীন্দ্র-গবেষণা এবং রবীন্দ্রসংগীত চর্চায় জীবনব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি ২০১০ সাল থেকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রবর্তন করে। ড. আতিউর রহমানসহ এ পর্যন্ত ২৪ জন গুণী ব্যক্তি এ পুরস্কার পেয়েছেন।
পরে,পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিল্পীর হাতে পুষ্পস্তবক,সনদ, সম্মাননা-স্মারক ও পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

ইবাংলা / জেএন /১০ এপ্রিল,২০২২

Contact Us