বিমানবন্দরে ৬ কেজি ৮শ গ্রাম স্বর্ন জব্দ

আমিনুল ইসলামঃ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৮টি স্বর্নের বার ও কিছু স্বর্ণালঙ্কার জব্দ করে ঢাকা কাস্টম হাউজ। জানা গেছে জব্দ কৃত স্বর্নের পরিমাণ ৬ কেজি ৮শ গ্রাম। সোমবার (১১ এপ্রিল ) সন্ধ্যায় এ স্বর্ণ বার জব্দ করা হয়।

কাস্টম সূত্র জানায় সন্ধ্যা ৭টায় বোর্ডিং ব্রিজ এ বাহরাইন প্রবাসী মো. আরিফকে সন্দেহ করা হলে তাকে চ্যালেঞ্জ করা হয় । প্রথমে অস্বীকার করেন আরিফ।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, মো. আরিফ গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন থেকে ঢাকায় আসেন সোমবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ।

কর্মকর্তারা তার দেহ তল্লাশী করে মোবাইলের ২টি কেসিং পায় । কেসিং এর ভেতরে মোবাইল আকৃতিতে কালো টেপ মোড়ানো ছিলো সোনার বার। একই সাথে সিগারেটের প্যাকেটেও ছিলো বার। সব মিলিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম সোনার বার জব্দ করা হয়।

যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এডিসি কাস্টম জানায়, প্রবাসী আরিফ এর বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে । আরিফের পাসপোর্ট এ পিতার নাম সোলায়মান, হাট হাজারী,চট্রগ্রাম উল্লেখ রয়েছে ।

ইবাংলা/ টিএইচকে/ ১২ এপ্রিল, ২০২২

Contact Us