পাবিপ্রবির নতুন ভিসির রুটিন দায়িত্বে ড. খাইরুল আলম 

পাবিপ্রবি প্রতিবেদক:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-তে নতুন ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়েরই বিজ্ঞান অনুষদের ডিন ও পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খাইরুল আলম।

আজ সোমবার, ১১ এপ্রিল, ২০২২ইং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো: মাসুদ আহমেদ স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রেরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,”পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের শূন্য পদে ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জৈষ্ঠ্যতম ডিন অধ্যাপক ড. মো. খাইরুল আলমকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সাময়িকভাবে ভাইস চ্যান্সেলর রুটিন দায়িত্ব প্রদানের আদেশ জারি করা হলো।”

অতঃপর আজই অপরাহ্নে অধ্যাপক ড. খায়রুল আলম মন্ত্রণালয় সচিব বরাবর যোগদান পত্র দাখিল পূর্বক রুটিন ভিসির দায়িত্ব গ্রহণ করেন।

সদ্য ভিসি হিসেবে নিয়োগ পাওয়া সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক ড. মো. খাইরুল আলম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রুটিন ভিসির দায়িত্ব দিয়েছেন, এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সেই সাথে আমি এই গুরুদায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রত্যাশা করছি।আমি বিশ্ববিদ্যালয়ের আইন মেনে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সমস্যাগুলো সমাধান করতে সচেষ্ট থাকবো এবং যতদিন রুটিন ভিসির দায়িত্বে থাকি আমি বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে চালাতে চেষ্টা করবো।”

ইবাংলা/ জেএন / ১২ এপ্রিল, ২০২২

Contact Us