সামরিক অভিযানে ২৩ হাজারের বেশি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ।

Islami Bank

রোববার (১৭ এপ্রিল) রুশ সংবাদ সংস্থা তাস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে একদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি জানিয়েছিলেন, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের আড়াই থেকে তিন হাজার সেনা নিহত হয়েছে।

জেলেনেস্কির এমন দাবি ‘মিথ্যা’ আখ্যা দিয়ে কোনাশেনকভ জানান, রাশিয়ার অভিযানে শুধু মারিউপোল শহরেই চার হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। যুদ্ধে ইউক্রেনের এ পর্যন্ত ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছেন।

one pherma

ইউক্রেনের দাবি, চলমান যুদ্ধে রাশিয়ার এ পর্যন্ত ২০ হাজার ১০০ সেনা নিহত হয়েছেন। যদিও রাশিয়ার পক্ষ থেকে এ সংখ্যা এক হাজার ৩৫১ জন বলা হচ্ছে।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

 এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।সূত্র :তাস, আলজাজিরা

ইবাংলা/ জেএন / ১৭ এপ্রিল, ২০২২

Contact Us