তালেবান পাকিস্তানকে সতর্ক করল

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলার ঘটনায় পাকিস্তানকে সতর্ক করেছে তালেবান।

Islami Bank

রোববার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলার নিন্দা জানিয়ে জানান, এটি নিষ্ঠুরতা এবং এটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথ প্রশস্ত করবে। পাকিস্তানিদের জানা উচিত, যুদ্ধ শুরু হলে তা কোনো পক্ষেরই লাভ হবে না। এটি আরও অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

one pherma

এর আগে শনিবার ভোরে পাকিস্তানের রকেট হামলায় আফগানিস্তানে সীমান্তবর্তী এলাকায় শিশুসহ ৬ জন নিহত হন।

উল্লেখ্য, গত বছর তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে পাকিস্তানের এই দাবি অস্বীকার করেছে তালেবান। সূত্র : এএফপি

ইবাংলা/ জেএন / ১৬ এপ্রিল, ২০২২

Contact Us