রাজধানীর শান্তিনগরে মাল্টার ভেতর ১৩০০ ইয়াবা, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট

শান্তিনগরে মাল্টা ফলের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা বহনকালে মো. আয়াছ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানার পুলিশ। রোববার (১৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

Islami Bank

শনিবার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার আয়াছের কাছে থাকা মাল্টা ফলের ভেতর থেকে ১৩০০ পিস ইয়াবা উদ্ধারের পরে জব্দ করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, এক মাদক কারবারি শান্তিনগরে গ্রিন হোমিও হলের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছেন বলে জানতে পারি। পরে সেখানে এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম অভিযান চালায়।

one pherma

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াছকে গ্রেপ্তার করা হয়। এ সময় আয়াছের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলিব্যাগে মাল্টা দেখতে পাওয়া যায়। মাল্টার ভেতরে তিনি বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, আয়াছ সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে পল্টন মডেল থানায়।

ইবাংলা/ জেএন / ১৭ এপ্রিল, ২০২২

Contact Us