সরকার নাহিদ-মুরসালিনের পরিবারের পাশে থাকবে

ডেস্ক রিপোর্ট

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে নাহিদ ও মুরসালিন নামে যে দুজন নিহত হয়েছেন সরকার তাদের পরিবারের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Islami Bank

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এতবড় সংঘাত? এজন্য মূলত দায়ী তৃতীয় পক্ষ। যে দুজন নিহত হয়েছেন তাদের কেউই সংঘর্ষে জড়িত ছিলেন না। তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।

নিউমার্কেটে সংঘর্ষ : বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার, আমরা যখন তাদের দেখতে গেছি তখনই কিছুটা সহযোগিতা করেছি। তাদের পরিবারকে আরও সহযোগিতা করা হবে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের বিষয়ে দীপু মনি বলেন, অন্যদেশের চেয়ে আমাদের দেশের উচ্চশিক্ষার মান তেমন খারাপ নয়। এরমধ্যে বিশ্বর‍্যাকিংয়ে মান ধরে রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

one pherma

রোজার পর আন্দোলনে নামবে বিএনপি : আব্বাস উদাহারণ হিসেবে তিনি বলেন, বুয়েট বিশ্বর‍্যাকিংয়ে এক লাফে অনেক দূর এগিয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুবই ভালো করছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যাল বিশ্বমানের গবেষণামূলক কাজ করছে। আমরা র‍্যাকিং নিয়ে আগে বেশি মনোযোগি ছিলাম না। এখন বিশ্ববিদ্যালয়গুলো মনোযোগি হয়েছে। আশাকরি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বর‍্যাকিংয়ে অনেক ভালো করবে।

এদিন চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে শিক্ষামন্ত্রী ১২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

ইবাংলা /জেএন /২২এপ্রিল ২০২২

Contact Us