বাংলাদেশে ফের করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।আজ রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে (নিপসম) জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ভারতসহ বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। বাংলাদেশেও সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ভারতে অনেকেই যাতায়াত করছেন।
তিনি বলেন, দেশে এখন করোনায় মৃত্যুশূন্য, এটি ধরে রাখতে হবে। তাই সবাইকে সচেতন হতে হবে।দেশের প্রায় ১৩ কোটি মানুষ টিকার আওতায় উল্লেখ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও যারা টিকা নেননি, তারা ইচ্ছাকৃতভাবেই নিচ্ছেন না।
তিনি বলেন, সুস্থ থাকতে হলে অতিরিক্ত তেল ও লবণ খাওয়া বাদ দিতে হবে। শাক-সবজি ও ফলমূল বেশি খেতে হবে।
ইবাংলা/এসআর /২৪এপ্রিল, ২০২২