জবাবদিহি ছাড়া র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই: পিটার হাস

আন্তর্জাতিক ডেস্ক

পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত না হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

Islami Bank

রোববার (২৪ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক : বর্ধিত সহযোগিতা ও অগ্রসর অংশীদারিত্ব’ শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি।

পিটার হাস বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বর্তমানের মতো র‍্যাবকে কার্যকর দেখতে চায় যুক্তরাষ্ট্র। তবে বাহিনীটিকে মৌলিক মানবাধিকারও মেনে চলতে হবে।

one pherma

তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জোরালো নিরাপত্তা সহযোগিতা বজায় রয়েছে। এ সহযোগিতা বৃদ্ধিতে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কোনো বাধা হবে না।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ও সন্ত্রাসবাদ দমন, সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে র‍্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

ইবাংলা /জেএন /২৪ এপ্রিল,২০২২

Contact Us