সুনির্দিষ্ট অভিযোগেই মকবুল গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

রাজনৈতিক বিবেচনায় নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৪ এপ্রিল) রাজধানীর বকশিবাজারে এক ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কাউকে রাজনৈতিকভাবে হয়রানি কিংবা কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয় না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় দুইটি হত্যা মামলা হয়েছে। ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। তাই প্রমাণ করার ব্যাপার আছে। সত্যতা না পেলে কাউকে গ্রেপ্তার করে না আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার নিউমার্কেট থানা বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন সরদারের তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।মকবুল হোসেন সরদার নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সাম্প্রতিক সংঘর্ষে উসকানি দেওয়ার অভিযোগে শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নিজবাসা থেকে মকবুলকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল মধ্যরাতে নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ শুরু হয়। এর জেরে পরদিন মঙ্গলবার (১৯ এপ্রিল) দিনভর ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের রেশ থাকে বুধবার (২০ এপ্রিল) পর্যন্ত।

ওই সংঘর্ষে একজন ডেলিভারিম্যান ও এক দোকান কর্মচারীর মৃত্যু হয়। আহত হন ১৫ জন সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ।

ইবাংলা /জেএন /২৪ এপ্রিল,২০২২

Contact Us