গণপিটুনির পর চার যুবকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট

নোয়াখালীর সুবর্ণচরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে দণ্ড ভ্রাম্যমাণ আদালতের।এলাকাবাসীর গণপিটুনির হাত থেকে ওই চার যুবককে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়

Islami Bank

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ক্লাস নাইনের ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে চার যুবককে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা রোববার এ রায় ঘোষণা করেন বলে চরজব্বর থানার ওসি জিয়াউল হক জানান।

চারজনই চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের বাসিন্দা এবং পেশায় ইটভাটার শ্রমিক।দণ্ডিত চারজনই চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ছেলে এবং পেশায় ইটভাটার শ্রমিক।এলাকাবাসীর গণপিটুনির হাত থেকে ওই চার যুবককে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকাবাসীর গণপিটুনির হাত থেকে ওই চার যুবককে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মো. মিরাজকে (২৪) ছয় মাসের এবং সাকিব (২৪), সারোয়ার হোসেন (২৬) ও নূর উদ্দিনকে (২৪) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওসি জিয়াউল হক জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওই ছাত্রী তার স্কুলের এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল।পশ্চিম চরবাটা গ্রামের হাদী মেটালের দক্ষিণের সড়কে ওই চার যুবক একটি মোটরসাইকেলে করে এসে মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করে এবং তার ওড়না ধরেও টান দেয়।

one pherma

এক পর্যায়ে ওই চার উত্ত্যক্তকারী মোটরসাইকেল নিয়ে সড়কের পাশের জমিতে পড়ে গেলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের ধরে ফেলে। মিরাজসহ চারজনই গণপিটুনির শিকার হয়।

খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ওই ছাত্রীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকালে চার যুবককে ইউএনও কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় বলে জানান ওসি।দণ্ডিতদের রোববার (২৪এপ্রিল) থানা হাজতে রাখা হলেও সোমবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়ে।

ইবাংলা/এসআর /২৫ এপ্রিল, ২০২২

Contact Us