চট্টগ্রামে সুতা কারখানায় আগুন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Islami Bank

সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পটিয়ার কালারপোল এলাকার রিজেন্ট স্পিনিং মিল লিমিটেড নামে সুতা তৈরির কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার আরটিভি নিউজকে বলেন, খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

one pherma

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইবাংলা/ জেএন / ২৫ এপ্রিল, ২০২২

Contact Us