তাপপ্রবাহ অপরিবর্তিত থাকবে, বৃষ্টির সম্ভাবনা দুই বিভাগে

ডেস্ক রিপোর্ট

সিলেট ও ময়মনসিংহ বিভাগ বাদে সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।মঙ্গলবার (২৬ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Islami Bank

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়োহাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে বয়ে যাওয়া তীব্র তাপদাহ এবং বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর ও রাঙামাটিসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

one pherma

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, রাজধানীতে গতকালের মতোই রোদ থাকবে এবং গরম অনুভূত হবে। আগামী দু-তিনদিন তাপমাত্রা একই রকম থাকবে।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ইবাংলা/এসআর /২৬ এপ্রিল, ২০২২

Contact Us