শেখ জামালের হারের অপেক্ষা মাশরাফীদের

ডেস্ক রিপোর্ট

শিরোপা জিততে সমানে সমান লড়াই করছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বিকেএসপির ৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক মুখোমুখি হলেও লড়াইটা চলছে শেখ জামালের সঙ্গে।

কেননা শেখ জামাল হারলে শিরোপা জয়ের আশা থাকবে রূপগঞ্জের। তবে প্রাইম ব্যাংকের বিপক্ষে লড়াইয়ে জিততে হবে রূপগঞ্জকে। এই লড়াইয়ে রূপগঞ্জ জয় পেয়ে এবার অপেক্ষা শেখ জামাল ও আবাহনী ম্যাচের দিকে।

সকালে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইরফান শুক্কুর ও রাকিবুল হাসানের ব্যাটে দারুণ শুরু করে রূপগঞ্জ। দুজনের জুটি থেকে আসে ৭১ রান। জুটি ভাঙে ৪৭ রান করা রাকিবুলের বিদায়ে।

ইরফান শুক্কুর ২৯ (৪৭) রান করে বিদায় নিলেও সাব্বির রহমান একপাশ আগলে রেখে এগিয়ে যান দলকে নিয়ে। সঙ্গে নাঈম ইসলামের ৪৭ (৫৬) রানের ইনিংস। এরপর সাকিব আল হাসানের ২৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৯ রানের ঝোড়ো ইনিংসে বড় রানের পথে থাকে রূপগঞ্জ।

দলের জন্য বড় ভূমিকা রাখেন সাব্বির। তিন নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ৮৩ বলে ৯০ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রানে শেষ হয় রূপগঞ্জের ইনিংস।

গাজী গ্রুপের হয়ে ২টি করে উইকেট নেন খালেদ আহমেদ, রাকিবুল আতিক ও মারাজ মাহবুব। ১ উইকেট করে নেন মাহমুদুল হাসান ও আল আমীন জুনিয়র।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারেতে থাকে গাজী গ্রুপ। এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নামেন আরাফাত সানী। আরেক ওপেনার মাহমুদুল হাসানের ৫ রানে ফেরার মধ্য দিয়ে শুরু হয় উইকেট হারানোর মিছিল।

একের পর এক উইকেট হারাতে থাকা গাজী গ্রুপ থেমে যায় ২৯.২ ওভারে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন হাবিব মেহেদী। এছাড়া ২৭ রান আসে মেহেবুব হোসেনের ব্যাটে ও ১৯ রান করেন আরাফাত সানি।

রূপগঞ্জের পক্ষে ৫ উইকেট নেন চিরাগ জানি। ২টি করে উইকেট নেন আল আমীন হোসেন ও নাঈম ইসলাম। ১ উইকেট নেন সাকিব আল হাসান।

ইবাংলা/এসআর /২৬ এপ্রিল, ২০২২

Contact Us