ঈদের সঙ্গী হলো কালবৈশাখী

ডেস্ক রিপোর্ট

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন সকালেই ‍বৃষ্টিতে ভিজেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। সকাল থেকেই শুরু হয়েছে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। ঈদ জামাতে যাওয়ার আগেই অনেক এলাকায় বৃষ্টি শুরু হয়।কয়েকদিনের টানা ভ্যাপসা গরমে অনেকটাই স্বস্তি দিয়েছে বৈশাখের ‍বৃষ্টি। এতে ঈদের নামাজ আদায় করতে অসুবিধায় পড়তে হয় মুসল্লীদের।

ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্র বৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৩ মে) সকালে ঈদের নামাজে যাওয়ার আগে টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় দশকিয়া ইউনিয়ন হাতিয়া গ্রামে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিসের মতে, আজ সারাদিন থেমে থেমে চলবে বৃষ্টি।কোথাও হালকা ও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমা এবং বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

ইবাংলা/ এসআর / ০৩ মে, ২০২২

Contact Us